মে দিবসের কর্মসূচিতে এসে তীব্র গরমে অসুস্থ হয়ে সাইদুর ওরফে সাজু মিয়া (৬০) নামের এক মোটর শ্রমিক মারা গেছেন।
বুধবার (১মে ) বিকেল ৫ টার দিকে ওই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) আবাসিক মেডিকেল অফিসার ডা শিমুল তালুকদার। দুপুরে উপজেলা শহরের চারমাথা এলাকায় মিছিলের সময় তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে মারা যান।
নিহত শ্রমিক সাজু মিয়ার বাড়ি একই উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। সাজু মিয়া দীর্ঘদিন থেকে বিভিন্ন বাসে হেলপার হিসেবে কাজ করতেন।
উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, সাজু মিয়া ইসলাম দীর্ঘদিন বিভিন্ন বাসে হেলপার হিসেবে কাজ করতেন। আজ মে দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে তিনি পলাশবাড়ীতে যান। অনুষ্ঠানের এক পর্যায়ে সাজু মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তার সহকর্মীরা তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এবিষয়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার শিমুল তালুকদার জানান, সাজু মিয়াকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তীব্র গরমে হিট স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
ডিবিসি/কেএলডি