বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
নিম্নচাপের প্রভবে আজ ২৬জুলাই (শনিবার ) সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অব্যহত বৃষ্টিতে ও জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধিতে পেয়েছে। সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তিতে পড়ছে।
মোংলা বন্দরের উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান জানান, বৈরী আবহাওয়ায় মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি ১১ টি বাণিজ্যিক জাহাজের সারসহ বিভিন্ন পণ্য খালাস ও বোঝাই কাজ সাভাবিক থাকলেও বৃষ্টিতে কিছুটা ব্যাহত হচ্ছে। এ ছাড়া মোংলা পশুর নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়েও কিছুটা বৃদ্ধি পেয়েছে। মোংলা বন্দরে থেমে থেমে বৃষ্টিপাত অব্যহত রয়েছে। আগামী তিন থেকে চারদিন থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ।
ডিবিসি/জেআরওয়াই