জেলার সংবাদ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে আগস্ট ২০২১ ০৯:৫২:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুইজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া মোড় এলাকায় এ দুর্গটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নিহতরা হলেন: নীলফামারী জেলার সদর উপজেলার হরাজিত পূর্বপাড়ার তারিনী চৌধুরীর ছেলে সুজিত চৌধুরী (৩০) ও ফুলচাঁন রায়ের ছেলে বিমল রায় (৩১)।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সুজিত চৌধুরী ও বিমল রায় ভোলে গোপালগঞ্জ থেকে রাজবাড়ীর পাংশা হয়ে নীলফামারীতে যাওয়ার উদ্দেশে রওনা দেয়। রাজবাড়ী থেকে পাংশার আসার পথে বোয়ালিয়া মোড় এলাকায় ব্রিজ মেরামতের জন্য রাস্তা বন্ধের খুঁটি স্থাপন করা হয়। দ্রুত গতির মোটরসাইকেল সেই খুঁটিতে ধাক্কা লেগে দুইজন নিহত হয়। ধারণা করা হচ্ছে ঘুমঘুম চোখে তারা মোটরসাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। সেখান থেকে দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় নিশ্চিত করে তাদের পরিবারের কাছে সংবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন