বাংলাদেশ

'মোবাইলে জুয়ার অ্যাপ রাখলে ২ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা'

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৬শে আগস্ট ২০২৫ ০৬:২৩:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যদি কারও মোবাইলে অনলাইন ক্যাসিনো অ্যাপ থাকে, তাহলে তার দুই বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হবে। সোমবার (২৫শে আগস্ট) কমিউনিটি পুলিশিং ও এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আকতার খানম এ কথা জানিয়েছেন।

মাকসুদা আকতার খানম আরও বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২০ অনুযায়ী অনলাইন জুয়া খেলা, জুয়া সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য ২ বছর পর্যন্ত কারাদণ্ড, ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড প্রযোজ্য। তাই যারা ভাববেন এই জুয়া লটারির মতো টাকা কামানোর জায়গা, তারা খেলার আগে দুইবার চিন্তা করবেন।

 

সকলকে সতর্ক এবং জুয়া থেকে মুক্ত থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, আমাদের ধর্ম, সমাজ এবং দেশের আইন এই জুয়াকে সমর্থন করে না। মেহেরপুর জেলাকে এই অনলাইন জুয়ার কলঙ্ক থেকে মুক্ত করার জন্য আমরা অভিযান শুরু করব।
 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন