বিনোদন, টেলিভিশন

মোশাররফ, চঞ্চল, অপূর্ব- জেনে নেওয়া যাক কার কত পারিশ্রমিক

বিনোদন ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২২শে ফেব্রুয়ারি ২০২৩ ১০:০৫:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হালের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও জিয়াউল ফারুক অপূর্ব। দীঘদিন যাবত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তারা। ওপার বাংলায়ও তাদের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তাদের পারিশ্রমিক কত, জানেন?

মোশাররফ করিম নাটকের জন্য দুই লাখ টাকার বেশি পারিশ্রমিক নেন। নতুন বছরে পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি। আগে দেড় লাখ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা পারিশ্রমিক নিতেন। বর্তমানে তিনি ওটিটি ও সিনেমায় বেশি ব্যস্ত। 

প্রতিটি নাটকের জন্য ১ লাখ টাকা পারিশ্রমিক নেন চঞ্চল চৌধুরী। জনপ্রিয়তা, চাহিদা থাকার পরেও নাটকের পারিশ্রমিক তেমন একটা বাড়াননি তিনি। তবে এখন ওটিটিতেই বেশি ব্যস্ত।

সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন জিয়াউল ফারুক অপূর্ব। তিনি প্রতি নাটকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। ইউটিউবে তার নাটকের চাহিদা রয়েছে বলে জানান প্রযোজকেরা। 

আরও পড়ুন