ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স এই খবর জানিয়েছে।
তাসনিম-এর প্রতিবেদনে শায়েস্তেহকে "মোসাদের সঙ্গে যুক্ত একটি সাইবার-টিমের প্রধান" হিসেবে উল্লেখ করা হয়েছে। তাকে ২০২৩ সালের শেষের দিকে গ্রেপ্তার করা হয়েছিল।
গত ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত অন্তত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানি কর্তৃপক্ষ। এর আগে একজনকে ১৬ জুন ভোরে এবং দ্বিতীয় সন্দেহভাজনকে ২২ জুলাই মৃত্যুদণ্ড দেওয়া হয়।
তবে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সন্দেহভাজনদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।
তথ্যসূত্র আল জাজিরা।
ডিবিসি/এমইউএ