ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে কুখ্যাত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ দল। বৃহস্পতিবার (১৪ই আগস্ট) গভীর রাতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদক, অস্ত্রশস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনী সোহেলকে গ্রেপ্তারের জন্য তার আস্তানায় হানা দেয়। তবে বাহিনীর উপস্থিতি টের পেয়ে সহযোগীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং এই সুযোগে সোহেলসহ অন্যরা ঘনবসতিপূর্ণ ক্যাম্পের অন্ধকার ও সংকীর্ণ গলির ভেতর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১৩টি তাজা ককটেল, ২৫টি আংশিক তৈরি ককটেল, বিস্ফোরক গানপাউডার, দুটি তলোয়ার, হকিস্টিক, হেলমেটসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়াও ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, নগদ এক কোটি তেরো লাখ টাকা এবং একটি টাকা গোনার যন্ত্র উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, বুনিয়া সোহেলের বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরক আইনে ঢাকার বিভিন্ন থানায় ৩৮টি মামলা রয়েছে। চলতি বছরের শুরুতে তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু মাত্র ছয় মাস কারাগারে থাকার পর সে জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধ জগতে সক্রিয় হয়।
প্রসঙ্গত, কয়েক দিন আগে জেনেভা ক্যাম্পে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় সোহেলের ১৩ জন সহযোগীকে গ্রেপ্তার করা হলেও সে পলাতক ছিল। সেনাবাহিনী জানিয়েছে, মূল হোতা বুনিয়া সোহেল এবং তার বাকি সহযোগীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান চলবে।
ডিবিসি/এফএইচআর