বিবিধ

মোহাম্মদপুরে ইলেক্ট্রো মার্টের নতুন বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মোহাম্মদপুরে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও গৃহস্থালি পণ্যের একটি নতুন বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। দেশের অন্যতম শিল্পগোষ্ঠী ইলেক্ট্রো মার্ট গ্রুপ গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে মোহাম্মদপুর-শ্যামলী লিংক রোডে এ কেন্দ্রটি স্থাপন করেছে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ, এমডি নুরুল আমিন ও ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু উপস্থিত ছিলেন। এছাড়া পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ঊন নেওয়াজ, পরিচালক নুরুল আজিম সানি, জিএম-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চেীধুরী ও ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেল) মো. জুলহাক হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।


দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের পণ্যগুলো দেশের বাজারে সুনাম অর্জন করেছে। বর্তমানে গ্রী এয়ারকন্ডিশনার দেশের চাহিদার সিংহভাগ পূরণ করে শীর্ষ স্থানে রয়েছে। এছাড়া কনকা ব্র্যান্ডের গৃহস্থালি পণ্য এবং হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রীও দেশের বাজারে বড় অংশ দখল করে আছে। পণ্যের গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও বিক্রয়োত্তর সেবার কারণে গ্রাহকদের কাছে এসব ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা বাড়ছে।

 

ইলেক্ট্রো মার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সারা দেশের প্রতিটি অঞ্চলে পর্যায়ক্রমে এ ধরনের প্রদর্শনী কেন্দ্র খোলার পরিকল্পনা নিয়েছে। মোহাম্মদপুরে নতুন এ শোরুম উদ্বোধন উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। গ্রাহকরা প্রায় ৩৫টি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে অথবা কিস্তিতে এসব পণ্য কিনতে পারবেন। তিন মাস থেকে ১৮ মাসের সহজ কিস্তিতে পণ্য কেনার সুবিধা রাখা হয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন