রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার ও আশেপাশের এলাকায় অভিযানে পাটালি গ্রুপের ৪৪ জনসহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের ৫৭ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার (২১শে মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী।
গত রবিবার (১৮ই মে) থেকে মঙ্গলবার (২০শে মে) পর্যন্ত সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কয়েকটি দল রায়েরবাজার ও বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামির পাশাপাশি গ্রেপ্তারদের মধ্যে আছে বিভিন্ন অপরাধে জড়িতরাও। তাদের সবাইকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/আরএসএল