নানা বিতর্কের মুখে অবশেষে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে বদলি করা হয়েছে। তার সাথে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও দুজন কর্মকর্তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (২৪শে আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর স্বাক্ষর করা এক দাপ্তরিক আদেশে এই বদলির নির্দেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগে স্থানান্তর করা হয়েছে। তার স্থলে মোহাম্মদপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদ। অন্যদিকে, ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি ওসি আলী ইফতেখার হাসানের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ ওঠে, যা নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র অসন্তোষ চলছিল। তার বিরুদ্ধে ১০ লক্ষ টাকার একটি মাদক মামলা ধামাচাপা দেওয়া, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বে নিহত শাহ আলমের মামলায় কারসাজি এবং এক কোটি ১৩ লক্ষ টাকা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্তকে বাদ দিয়ে অন্যকে আসামি করার মতো অভিযোগ ছিল।
এসব কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা তার অপসারণের দাবিতে মানববন্ধন করলে, তিনি জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের ব্যবহার করে নিজের পক্ষে পাল্টা মানববন্ধন করান বলেও অভিযোগ রয়েছে।
ডিবিসি/এফএইচআর