বাংলাদেশ, জেলার সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুলাই ২০২৫ ০৯:০৮:৩৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পড়ে চার তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ই জুলাই) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বৃহস্পতিবার (১০ই জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, "বুধবার রাত দেড়টার দিকে হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পড়ে চারজন তরুণ প্রাণ হারিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনায় আহত আরও একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"

 

নিহতরা হলেন- রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান।

এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামের আরেক তরুণ গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিলেটে স্থানান্তর করা হয়েছে।

 

ফিনলে কোম্পানির মালিকানাধীন হরিণছড়া চা বাগানে ঘটা এই হৃদয়বিদারক ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।

 

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল বলেন, "রাতে যে চারজনকে আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল, তারা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গিয়েছিলেন। পরে রবি বুনার্জী নামে একজনকে আনা হলে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি।" তিনি আরও জানান, স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, তারা সেপটিক ট্যাংকে নেমেছিলেন। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে জানা যাবে।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন