ডেনমার্কের ফুটবল মাঠে এক অদ্ভুত ও মজার ঘটনা ঘটেছে। সাধারণত ম্যাচসেরা খেলোয়াড়কে পুরস্কার হিসেবে ট্রফি বা নগদ অর্থ দেওয়া হলেও, ফরাসি ডিফেন্ডার মাক্সিম সুলাস পেলেন ৫৫ কেজি আলু!
গত ৩ আগস্ট, ডেনমার্কের শীর্ষ ফুটবল লিগে সন্ডারিউস্কে এবং নর্ডসজেল্যান্ডের মধ্যে একটি খেলা অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে সন্ডারিউস্কে ৩-২ গোলে জয়লাভ করে এবং দলের হয়ে প্রথম গোলটি করেন ২৬ বছর বয়সী সুলাস। খেলা শেষে তাকে ম্যাচসেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু পুরস্কার দেখে সবাই অবাক হয়ে যায়। তার হাতে তুলে দেওয়া হয় আলুর একটি বিশাল বস্তা। আলুর পরিমাণ এত বেশি হওয়ায়, সেটি বহনের সুবিধার্থে তাকে একটি ঠেলাগাড়িও উপহার দেওয়া হয়।
এই অভিনব পুরস্কার পেয়ে সুলাস জানান, তিনি আলুগুলো ক্লাবের ক্যাফেটেরিয়াতে দান করেছেন। সেখান থেকে কিছু আলু স্থানীয় একটি স্যুপ কিচেনে পাঠানো হয়েছে, যেখানে দুঃস্থ ও গৃহহীনদের খাওয়ানো হয়। দক্ষিণ ফ্রান্সের মঁপেলিয়েঁতে জন্ম নেওয়া মাক্সিম সুলাস ২০২০ সালে ডেনমার্কে আসেন এবং অ্যামাগার ক্লাবে যোগ দেন। ২০২১ সাল থেকে তিনি সন্ডারিউস্কের হয়ে খেলছেন। এর আগে তিনি নেদারল্যান্ডসের বিখ্যাত ক্লাব পিএসভি আইন্দহোফেনের যুব দলেও খেলেছেন।
ডিবিসি/এফএইচআর