ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের কার্যক্রম সম্পন্ন করার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই তার মরদেহ রাখা হয়েছে।
শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার মৃত্যুতে শোক প্রকাশ করে আজ শনিবার (২০শে ডিসেম্বর) দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই শোক পালনের অংশ হিসেবে দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি সকল ভবন এবং বিদেশের মাটিতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা কার্যকর করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
প্রসঙ্গত, দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ঠিক পরদিন অর্থাৎ গত ১২ই ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় একদল দুর্বৃত্তের অতর্কিত গুলিবর্ষণে গুরুতর আহত হন ওসমান হাদি। ঘটনার পরপরই তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার শরীরে জরুরি অস্ত্রোপচার করা হয়।
পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটলে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডিবিসি/এএমটি