দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস।
আজ (২৬শে মে) দুপুরে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আয়াস নেত্রকোণার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহ পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ৪ থেকে ৫ জন যুবক তাকে ঘিরে ধরে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে ছুড়ি দিয়ে তাকে বেশ কয়েকবার আঘাত করা হয়। এসময় হত্যার হুমকি দেয় হামলাকারীরা।
আয়াসকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিবিসি/এনএসএফ