বাংলাদেশ, শিক্ষা

যখন তখন যমুনা অভিমুখে আসা যাবে না: উপদেষ্টা মাহফুজ আলম

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই মে ২০২৫ ০৭:৫৭:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

'যখন তখন যমুনা অভিমুখে আসা যাবে না। এ বিষয়ে কঠোর হবে সরকার।' এ কথা বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একইসাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। যদিও শিক্ষার্থীরা সুস্পষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। এর আগে তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 'মার্চ টু যমুনা' কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের পাশাপাশি লাঠিপেটায় আহত হয় অন্তত অর্ধশত শিক্ষার্থী।

বুধবার (১৪ই মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তিন দফা দাবিতে উত্তাল ছিল যমুনার আশপাশ। রাত ১০টায় যমুনায় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে আসেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা। সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম। তবে এ সময় অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হলে ফিরে যান তথ্য উপদেষ্টা। কিছুক্ষণ পর মাহফুজ আলম ফিরে এসে বলেন, কিছু হলেই যমুনা অভিমুখে আসা যাবে না। এ বিষয়ে সরকার কঠোর হবে বলেও জানান তিনি। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধানের আশ্বাস দেন তথ্য উপদেষ্টা। 

 

এদিকে, দাবি পূরণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানায় শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে এগারোটায় শুরু হয় 'লং-মার্চ ফর যমুনা' কর্মসূচি, পরে দুপুর ১টায় যমুনার সামনে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেয় পুলিশ। প্রথমে সাউন্ড গ্রেনেড, পরে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী।

 

ডিবিসি/ রাসেল 

আরও পড়ুন