বাংলাদেশ, জাতীয়

যমুনায় এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি আসন্ন নির্বাচন, মাঠ প্রশাসনের ভূমিকা এবং গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন।

বৈঠকে এনসিপি নেতৃবৃন্দ নির্বাচনী পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তাদের পর্যবেক্ষণ ও উদ্বেগের কথা তুলে ধরেন। পাশাপাশি তারা জানান, আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে তাদের নেতাকর্মীরা মাঠে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন।


এনসিপির প্রস্তাবনা ও উদ্বেগের জবাবে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন যে, নির্বাচনকেন্দ্রিক যেকোনো অভিযোগ বা পরামর্শ সরকারকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, নিরপেক্ষতা নিশ্চিত করতেই লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল করা হয়েছে। এই নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই।


নির্বাচনের গুরুত্ব তুলে ধরে প্রফেসর ইউনূস আরও বলেন, এটি দেশের ভাগ্য নির্ধারণ এবং দেশ পাল্টে দেওয়ার নির্বাচন। তাই এই নির্বাচন সুষ্ঠু হতেই হবে। তিনি জানান, নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার ব্যবহারসহ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা চালু থাকবে।


বৈঠকে গণভোট ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গণভোটে কেন 'হ্যাঁ' ভোট দেওয়া প্রয়োজন এবং এর ইতিবাচক প্রভাব সম্পর্কে আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করছি। এ বিষয়ে সকল রাজনৈতিক দলকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছি। একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের পাশাপাশি তিনি রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা। সরকারের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন