যশোরের অভয়নগরে ভৈরব নদে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
শুক্রবার (২১শে নভেম্বর) বিকেলে অভয়নগর স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই বাইচ তালতলা খেয়াঘাট থেকে শুরু হয়ে নওয়াপাড়া ফেরিঘাট পর্যন্ত ৪ কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হয়।
দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ৮টি নৌকা এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার ‘জয় মা কালী’ নৌকা প্রথম স্থান অধিকার করে। একই উপজেলার ‘মোবাইল বাচারী’ নৌকা দ্বিতীয় এবং মাগুরা জেলার ‘টাইগার’ নৌকা তৃতীয় স্থান লাভ করে।
ডিবিসি/এএমটি