বাংলাদেশ, জেলার সংবাদ

যশোরে আটকের ১৫ মিনিটের মধ্যে যুবদল নেতার মৃত্যু

যশোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক হওয়ার পর উজ্জ্বল বিশ্বাস নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জ্বল ও আরও তিনজনকে আটক করে যৌথবাহিনী। পরে যশোর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তরের মাত্র ১৫ মিনিটের মাথায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, রাত ৯টার দিকে যখন উজ্জ্বলকে কারাগারে হস্তান্তর করা হয়, তখন তিনি অসুস্থ ছিলেন এবং তার নথিতে 'গণপিটুনির শিকার' হওয়ার কথা উল্লেখ ছিল। প্রথমে তাকে কারা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত উজ্জ্বল স্থানীয় যুবদলের নেতা ছিলেন।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন