বাংলাদেশ, জেলার সংবাদ

যশোরে মেয়ের বিয়ের দাওয়াত না দেয়ায় সাবেক সেনাসদস্যকে কুপিয়ে জখম

যশাের প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরে মেয়ের বিয়েতে দাওয়াত না দেয়ায় প্রতিবেশীর হাতে জখম হয়েছেন তরিকুল ইসলাম (৫০) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় পালবাড়ি মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

 

আহত তরিকুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ হলেও তিনি বর্তমানে যশোর শহরের পালবাড়ি তাকওয়া মসজিদ লেনে বসবাস করছেন।

 

ঘটনার বিবরণে আহত তরিকুল জানান, মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির সামনে প্রতিবেশী ইয়ামিনের সঙ্গে তার দেখা হয়। এ সময় মেয়ের বিয়েতে কেন দাওয়াত দেয়া হয়নি, তা নিয়ে ইয়ামিন তীব্র ক্ষোভ প্রকাশ করতে থাকেন। বাকবিতণ্ডার একপর্যায়ে ইয়ামিন তার হাতে থাকা ‘চাইনিজ কুড়াল’ দিয়ে তরিকুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন দ্রুত তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানিয়েছেন, তরিকুলের মাথা ও মুখে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা বিবেচনায় তাকে বর্তমানে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন