যশোরে বার্ড ফ্লু সংক্রমণ সন্দেহে আট বছর বয়সী এক শিশুর রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রতিনিধিদলের সদস্যরা।
শুক্রবার (২রা মে) এ নমুনা সংগ্রহ করেন তাঁরা। এ ছাড়া স্থানীয় মুরগির খামার ও আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে প্রতিনিধিদলটি।
যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের আট বছর বয়সী এক শিশু শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। শিশুটির উপসর্গ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আইইডিসিআরকে জানায়। এরই ধারাবাহিকতায় বিশেষজ্ঞ দলটি যশোরে আসে।
নাজমুস সাদিক জানান, আইইডিসিআরের প্রতিনিধিদল শিশুটির শরীর থেকে রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি প্রাণিসম্পদ কর্মকর্তাদের নিয়ে স্থানীয় পোলট্রি খামার ও আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করেছে। সংগ্রহ করা নমুনা ঢাকায় আইইডিসিআরের পরীক্ষাগারে পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
এটি এখনও সন্দেহের পর্যায়ে আছে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে শিশুটির পরিচয় প্রকাশ করা হচ্ছে না। যেহেতু এটি ছোঁয়াচে রোগ, নিশ্চিত না হয়ে কিছু বলা ঠিক হবে না। তবে এলাকাবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ডিবিসি/কেএলডি