বর্তমান বিশ্বের সার্বিক পরিস্থিতির ওপর ব্যবসার প্রভাব, প্রয়োজনীয়তা এবং ব্যবসা শিক্ষার বিভিন্ন তথ্য নিয়ে যাত্রা শুরু করেছে দেশের প্রথম ব্যবসা বিষয়ক সাময়িকী ‘মার্জিন’।
শনিবার সকালে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে মোড়ক উন্মোচনের মাধ্যমে যাত্রা শুরু করে ‘মার্জিন’।
মার্জিনের সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যনেজমেন্ট ইনফরমেশন স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম অপুর সভাপতিত্বে ‘মার্জিন’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রাকিব উদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিমেটিক সলুশানের প্রতিষ্ঠতা এবং ‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন’ ঢাকা বিভাগের প্রধান সমন্বয়ক হোসাইন আল মামুন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ রাকিব উদ্দিন ভূঁইয়া বলেন, যদিও ‘মার্জিন’ একটি ব্যবসা বিষয়ক সাময়িকী, কিন্তু আমি বিশ্বাস করি এ সাময়িকী আমাদের পরিবার, রাষ্ট্র এবং সমাজ জীবনে অনেক উপকারে আসবে। আমাদের সমাজ ব্যবসাকে খুব সহজভাবে নেয় না। কোনো শিক্ষিত তরুণ ব্যবসা দিয়ে ক্যারিয়ার শুরু করুক সেটাও সমাজ মেনে নেয় না। উপরন্তু একজন তরুণ উদ্যোক্তা ব্যবসা শুরু করে সংকটে পড়লে তাকে কেউ সাহায্য করতে চায় না। বর্তমানে আমাদের দেশে একজন সফল উদ্যোক্তার চেয়ে একজন সরকারি অফিসের কর্মচারির মূল্যায়ণ অনেক বেশি।
তিনি আরও বলেন, আত্মিক এবং দৈহিক, এ দু’ভাবে মানুষের উন্নয়ন হয়। বর্তমান সময়ে আমরা দৈহিক বা পেশি উন্নয়নের দিকে আকৃষ্ট। কিন্তু আমাদের আত্মিক উন্নয়নে নজর দেওয়া দরকার।
‘মার্জিন’ এর বিষয়ে রাকিব উদ্দিন ভূঁইয়া বলেন, আমার সবচেয়ে ভালো লেগেছে যে, সম্পূর্ণ বাংলায় এ ব্যবসা বিষয়ক সাময়িকীটি ছাপানোর উদ্যোগ নেয়া হয়েছে। এমন একটা সময়ে এ উদ্যোগ নেয়া হয়েছে যখন শিশুরা পর্যন্ত বাংলায় কথা বলে না।
সভাপতির বক্তব্যে আরিফুল আসলাম অপু বলেন, এটা মার্জিনের প্রথম সংখ্যা। আমাদের অনেক বিষয় শেখার আছে। আপনারা অনেকেই ‘মার্জিন’ সম্পর্কে পরামর্শ দিয়েছেন। আমরা আগামী সংখ্যাগুলোতে আপনাদের পরামর্শ নিয়ে ‘মার্জিনকে’ একটি বিশ্বমানের বিজনেস সাময়িকী হিসেবে গড়ে তুলবো।
তিনি আরও বলেন, আমরা এখন শুধু প্রযুক্তির পেছনে দৌড়াচ্ছি। ফলে আমাদের সামাজিক, রাজনৈতিক, পারিবারিক জ্ঞান সীমিত হয়ে যাচ্ছে। একজন মানুষের আত্মিক জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে। প্রযুক্তির ফলে কাজ সহজ হচ্ছে, কিন্তু শুধু প্রযুক্তি দিয়ে মানুষের জীবন চালানো সম্ভব নয়।
এ সময় আরিফুল আসলাম অপু আক্ষেপ করে বলেন, এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা ক্লাসের পড়ায় মনোযোগ দেয় না, কারণ ক্লাসের পড়াশোনা তাদের চাকরির নিশ্চয়তা দেয় না। তারা বিসিএসের পেছনে দৌড়ায়।
তিনি বলেন, বর্তমানে ক্লাসরুম জীবনের প্রকৃত শিক্ষাগুলো সরবরাহ করা কঠিন হয়ে যাচ্ছে। এসময় বিষয়ভিত্তিক সাময়িকীগুলো জীবনের শিক্ষার ক্ষেত্রে কিছুটা অবদান রাখছে। মার্জিন ও এ জায়গায় বিশেষ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মার্জিনের নির্বাহী সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হোসাইন আল মামুন, অর্থনীতিবিদ ড. নুরুল ইসলাম, মার্জিনের সহযোগী সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাদমান বিন কবির, নটরডম বিজনেস ক্লাবের জনসংযোগ সম্পাদক তানজিম ফাহিম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আকিল ইদ্রিস।