বাংলাদেশ, জেলার সংবাদ

যারা জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছে সেই কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে: ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

১৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি অবমাননাকারীদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার বিকেলে বোদা ধানহাটি এলাকায় বোদা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ফরহাদ হোসেন আজাদ বলেন, "যখন আমরা রাজপথে আন্দোলন করেছি, তখন গুপ্ত সংগঠনের কাউকে খুঁজে পাইনি। এখন যারা আমাদের সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে এবং জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছে, সেই কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না।"

 

তিনি আরও অভিযোগ করেন, একটি "গুপ্ত সংগঠন" গোপন তৎপরতার মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। তিনি দেশে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচারের ভার অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন।

 

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে "ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার" এবং মিটফোর্ড হাসপাতালে সংঘটিত ঘটনার প্রতিবাদে বোদা ধানহাটি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা এবং সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়।

সমাবেশ ও মিছিলে বোদা উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


ডিবিসি/জেআরওয়াই
 

আরও পড়ুন