বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। এরা অন্যদের সুবিধা করে দিতে এবং দেশবাসীর কাঁধে কাঁঠাল ভেঙে খেতেই জাতিকে বিভক্ত রাখতে চায়। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি গড়তে চাই।
শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ বা বৃদ্ধ- যার অধিকারই লঙ্ঘিত হবে, তার ন্যায়বিচার পাওয়ার অধিকার থাকবে।
সমাজের সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, যে অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে, একই অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তারও সমান বিচার হতে হবে। কারো জন্য সোনার তলোয়ার আর কারো জন্য ইস্পাতের তলোয়ার হতে পারে না।
নেতাকর্মীদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনি ময়দানে অনেকে তাদের রুচি অনুযায়ী বক্তব্য দেবে, আমাদের সমালোচনা করবে বা গালি দেবে। কিন্তু আপনারা দয়া করে তাদের পাল্টা গালি দেবেন না। আমরা সমালোচনা করলে তা যৌক্তিক সমালোচনা করব। তিনি প্রতিদ্বন্দ্বী দলের নেতাদের নির্বাচনি বক্তব্যের অযৌক্তিক সমালোচনা না করার আহ্বান জানান।
জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা।
ডিবিসি/আরএসএল