বাংলাদেশ, রাজনীতি

যারা পরিবেশকে ধ্বংস করবে, তারা বিএনপির মনোনয়ন পাবে না: আমীর খসরু

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে জুলাই ২০২৫ ০১:৪৯:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যারা পরিবেশ ধ্বংসের সঙ্গে যুক্ত থাকবে, তাদের দলীয় মনোনয়ন দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 শনিবার (২৬শে জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত 'মেনিফেস্টো টক' অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

 

'পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের গুরুত্ব' শীর্ষক এই অনুষ্ঠানে আমীর খসরু বলেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের ভাবনাকে গুরুত্ব দিতে হবে। তিনি মনে করেন, জনগণের মানসিকতার যে পরিবর্তন এসেছে, তা ধারণ করতে না পারলে কোনো দলের ভবিষ্যৎ নেই।

 

বিএনপির পক্ষ থেকে পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে আমীর খসরু বলেন, পানির প্রবাহ নিশ্চিত করতে সারাদেশে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩০ কোটি গাছ লাগানোর নির্দেশনাও উল্লেখ করে তিনি বলেন, প্রকৃতিকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে দল কাজ করবে।

 

তিনি আরও বলেন, গণতন্ত্রের অনুপস্থিতির কারণে অতীতে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য ছিল না। বর্তমানে দলগুলো একসঙ্গে বসে আলোচনা করছে, যা গণতন্ত্রের একটি ইতিবাচক দিক। তিনি জোর দিয়ে বলেন, রাজনীতির সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই ফলপ্রসূ হবে না। পরিবেশ সংক্রান্ত কাজে তরুণ ও অবসরপ্রাপ্তদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন