বাংলাদেশ, রাজনীতি

যারা ভোটে জিততে পারবে না তারাই পিআর পদ্ধতি চায়: বিএনপি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই জুলাই ২০২৫ ০৮:৫৩:৪৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, যারা ভোটে জিততে পারবে না, তারাই আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচন চায়। এই পদ্ধতিকে আওয়ামী লীগের পুনর্বাসনের একটি কৌশল বলে আখ্যায়িত করেন এবং হুঁশিয়ারি দেন যে, জনগণ এটি মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার (৮ই জুলাই) জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি। 

 

একই অনুষ্ঠানে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন, যারা অন্ধকার ও ষড়যন্ত্রের শক্তি, তারা নির্বাচন চায় না। তিনি আরও যোগ করেন, বিএনপি আগামী নির্বাচনের জন্যপ্রস্তুতি নিচ্ছে।


এছাড়াও, দলটির আরেক নেতা হাবিবুর রহমান মন্তব্য করেন, ফেব্রুয়ারির পরে নির্বাচন করার ষড়যন্ত্র করলে আওয়ামী লীগের মতো পরিস্থিতি তৈরি হবে। 

 

ডিবিসি/ এএমটি

আরও পড়ুন