আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ক্রেন দিয়ে পুরো এটিএম মেশিন তুলে নিয়ে গেল চোরের দল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে, যেখানে একদল দুষ্কৃতিকারী ক্রেন ব্যবহার করে একটি দোকানের অংশ ভেঙে প্রকাশ্যে তুলে নিয়ে গেল সম্পূর্ণ এটিএম মেশিন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা।

টিআরটি মিডিয়া সূত্রে জানা গেছে, ঘটনাটি যুক্তরাজ্যের। ভিডিওতে দেখা যায়, চোরের দল একটি ক্রেন ব্যবহার করে অত্যন্ত সাহসিকতার সঙ্গে দোকানের সামনের অংশ ভেঙে ফেলছে। এরপর তারা এটিএম মেশিনটি বের করে এনে আরেকটি অপেক্ষমাণ বাহনে করে দ্রুত সেটি অন্যত্র সরিয়ে নিয়ে যায়।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চুরির ঘটনার সঙ্গে জড়িতরা প্রত্যেকেই মুখ বেঁধে ঘটনাস্থলে এসেছিল। অত্যন্ত দ্রুততার সঙ্গে তারা এই অভিযান শেষ করে এটিএম মেশিনটি নিয়ে পালিয়ে যায়।

 

এদিকে, প্রকাশ্য দিবালোকে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য পুলিশ। পুলিশ ইতোমধ্যে ঘটনা সংশ্লিষ্ট যেকোনো তথ্য দিয়ে সহায়তা করার জন্য স্থানীয়দের কাছে অনুরোধ জানিয়েছে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন