আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ৭

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩রা জুলাই ২০২৫ ১০:৩৬:১২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার একটি বাণিজ্যিক আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিখোঁজ হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার (১লা জুলাই) সন্ধ্যায় এই বিস্ফোরণের পর কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

 

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত আকাশ থেকে ধারণ করা ফুটেজে দেখা যায়, রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) পশ্চিমে ইওলো কাউন্টির এসপার্টো কমিউনিটির কাছে অবস্থিত গুদামের মতো বিশাল ভবনটি এক প্রচণ্ড বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায়। বিস্ফোরণের শব্দটি এতটাই শক্তিশালী ছিল যে তা আশেপাশের বিস্তৃত এলাকাকে কাঁপিয়ে তোলে এবং একটি বিশাল আগুনের গোলায় পরিণত হয়।

 

কর্তৃপক্ষ বুধবার (২রা জুলাই) এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ঘটা এই ভয়াবহ দুর্ঘটনার পর থেকে সাতজনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ইওলো কাউন্টি শেরিফের অফিস এবং ক্যালিফোর্নিয়ার ফায়ার ডিপার্টমেন্ট (ক্যাল ফায়ার) নিখোঁজদের সন্ধানে একযোগে কাজ করছে।

 

বিস্ফোরণের পর কারখানাটিতে ক্রমাগত ছোট ছোট বিস্ফোরণ হতে থাকে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে যায়। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে স্থাপনাটির ভেতরে আরও অবিস্ফোরিত আতশবাজি থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

 

তথ্যসূত্র বার্তাসংস্থা রয়টার্স

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন