যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে বিমান বিদ্ধস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে।
শনিবার টেনেসির পার্সি প্রিস্ট লেকের উপর দিয়ে যাওয়ার সময় সেসনা সি-৫০১ নামের ছোট একটি বিমান বিদ্ধস্ত হয়।
বিমানে থাকা সাতজন আরোহীই এ দুর্ঘটনায় মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে নিশ্চিত নয় তা ফেডারাল বিমান চলাচল কর্তৃপক্ষ।
বিমানটি রাদারফোর্ড কাউন্টি বিমানবন্দর থেকে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষনের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।