যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে ক্রমেই ধেয়ে আসছে হারিকেন স্যালি। বুধবার মিসিসিপির বিলোক্সিতে আঘাত হানার কথা রয়েছে হারিকেনটির।
এর প্রভাবে ফ্লোরিডা, মিসিসিপি এবং অ্যালাবামাসহ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। অ্যালাবামা এবং মিসিসিপিতে এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এর আগে, সোমবার শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি টু হারিকেনে রূপ নেয় স্যালি। বুধবার যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানার কথা রয়েছে হারিকেন স্যালি'র। হারিকেনের প্রভাবে এক ফুটেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
এদিকে, এমুহূর্তে আটলান্টিক মহাসাগরে একসঙ্গে ৫টি মৌসুমি ঝড় বইছে।