আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের ১৩০০ কর্মীকে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১১ই জুলাই ২০২৫ ১০:২২:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ১,৩০০ জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হচ্ছে, যা সংস্থাটির ইতিহাসে একটি নাটকীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এই ছাঁটাই প্রক্রিয়ায় ১,১০৭ জন সিভিল সার্ভিস এবং ২৪৬ জন ফরেন সার্ভিস কর্মকর্তা প্রভাবিত হবেন। ট্রাম্প প্রশাসনের ফেডারেল সরকার ছোট করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে স্টেট ডিপার্টমেন্টের এই ব্যাপক পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ নোটিশ অনুযায়ী, এই ছাঁটাইয়ের ফলে শত শত অফিস ও ব্যুরো বাতিল বা পরিবর্তিত হচ্ছে। শুক্রবার কর্মীদের ইমেলের মাধ্যমে বরখাস্তের নোটিশ পাঠানো হয়েছে। এই প্রক্রিয়া এমন এক সময় শুরু হলো যখন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মালয়েশিয়া সফর থেকে ওয়াশিংটন ডিসিতে ফিরছিলেন।

 

নোটিশে বলা হয়েছে, প্রায় ৩,০০০ কর্মী এই পুনর্গঠনের অংশ হিসেবে বিদায় নেবেন, যার মধ্যে বরখাস্ত এবং স্বেচ্ছায় পদত্যাগকারীরাও রয়েছেন। ২২ এপ্রিল, ২০২৫-এ পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক ঘোষিত ডিপার্টমেন্টাল পুনর্গঠনের সাথে সামঞ্জস্য রেখে অভ্যন্তরীণ কার্যক্রম সহজ করা হচ্ছে, যার মূল লক্ষ্য কূটনৈতিক অগ্রাধিকারের ওপর জোর দেওয়া। "কর্মী ছাঁটাই অ-মূল কার্যকারিতা, দ্বৈত বা অপ্রয়োজনীয় অফিস এবং যেখানে যথেষ্ট দক্ষতা অর্জন করা যেতে পারে সেই ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে করা হয়েছে," নোটিশে উল্লেখ করা হয়েছে।

 

 

"রিডাকশন ইন ফোর্স" (RIF) নোটিশ প্রাপ্ত ফরেন সার্ভিস অফিসারদের ১২০ দিনের জন্য প্রশাসনিক ছুটিতে রাখা হবে, এরপর তারা আনুষ্ঠানিকভাবে চাকরি হারাবেন। বেশিরভাগ সিভিল সার্ভেন্টকে ৬০ দিনের ছুটিতে রাখা হবে। এই RIF পরিকল্পনাটি কর্মীদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উদ্বেগ ও হতাশা তৈরি করেছে, কারণ অনেকেই তাদের ক্যারিয়ারের ভাগ্য নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। সমালোচকরা বলছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ সমাধানের মতো গুরুত্বপূর্ণ সময়ে কূটনীতিক এবং পররাষ্ট্র বিশেষজ্ঞদের ভূমিকার গুরুত্ব বিবেচনা করে এই ছাঁটাই ক্ষতিকর প্রভাব ফেলবে।

 

 

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই পুনর্গঠনকে "ফুলে-ফেঁপে ওঠা" সংস্থাকে আরও কার্যকর এবং প্রেসিডেন্টের অগ্রাধিকারের সাথে সঙ্গতিপূর্ণ করার জন্য প্রয়োজনীয় বলে রক্ষা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন যে এই পুনর্গঠন "সবচেয়ে সুচিন্তিত উপায়ে" বাস্তবায়িত হচ্ছে। যদিও ছাঁটাইয়ের ফলে কত টাকা সাশ্রয় হবে তার নির্দিষ্ট কোনো উত্তর দেওয়া হয়নি, তবে কর্মকর্তারা বলেছেন যে পরবর্তী অর্থবছরের বাজেট অনুরোধে "উল্লেখযোগ্য সঞ্চয়" প্রতিফলিত হবে। আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি থমাস ইয়াজদগের্দি বলেছেন, এই ছাঁটাই "বিশেষভাবে খারাপ সময়ে" আসছে এবং এটি কর্মীদের মনোবল, নিয়োগ এবং ধরে রাখার ওপর প্রভাব ফেলবে।

তথ্যসূত্র: সিএনএন

 

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন