আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারীর হামলায় অন্তত দুজন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৩ই ডিসেম্বর) বিকেলে যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলচীীল, ঠিক তখনই এই হামলার ঘটনা ঘটে।

 

রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী কালো পোশাক পরিহিত ছিলেন এবং হামলার পরপরই তিনি পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি। মেয়র স্মাইলি বলেন, বিকেল ৪টা ৫ মিনিটের দিকে জরুরি নম্বর ৯১১ এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের হামলার বিষয়ে অবহিত করে। এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা যাচ্ছে এবং ৮ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। তবে হতাহতের এই সংখ্যা পরবর্তীতে পরিবর্তন হতে পারে।

 

হামলাকারীর পরিচয় বা মোটিভ সম্পর্কে মেয়র এখনো বিস্তারিত কিছু জানাননি এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে উল্লেখ করেছেন।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ২২ মিনিটের দিকে কর্তৃপক্ষের তরফ থেকে একটি জরুরি সতর্কতা জারি করা হয়। বার্তায় জানানো হয়, বারুস এবং হোলে ইঞ্জিনিয়ারিং ও ফিজিক্স ভবনের আশেপাশে একজন ‘সক্রিয় বন্দুকধারী’ অবস্থান করছে। ওই সময় শিক্ষার্থীদের দ্রুত দরজা বন্ধ করে, ফোনের শব্দ বন্ধ (সাইলেন্ট) রেখে নিরাপদ স্থানে লুকিয়ে থাকার নির্দেশ দেওয়া হয়।

 

পরবর্তীতে পুলিশ ওই ভবনে অভিযান চালালেও বন্দুকধারীর কোনো খোঁজ পায়নি। এমনকি হামলাকারী কীভাবে কড়া নিরাপত্তার মধ্যে ক্যাম্পাসে প্রবেশ করল এবং কীভাবে সেখান থেকে বেরিয়ে গেল, তা এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

এদিকে, হামলার কিছুক্ষণ পরেই অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে যে হামলাকারীকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শুরুতে বন্দুকধারীকে আটকের তথ্য জানালেও পরে সেই অবস্থান থেকে সরে আসেন। 

 

তথ্যসূত্র: সিএনএন

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন