আন্তর্জাতিক, ভারত, পাকিস্তান

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১০ই মে ২০২৫ ০৬:২৫:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

বিবিসি জানিয়েছে, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতে দীর্ঘ সময় ধরে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে ভারত ও পাকিস্তান অবিলম্বে একটি পূর্ণ অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। “মহান বুদ্ধিমত্তা ও কাণ্ডজ্ঞান ব্যবহার করার জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ।”


সংঘাত বন্ধে দুই দেশে অস্ত্রবিরতি শুরু করতে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।

 

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসাক দারও জানিয়েছেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। "পাকিস্তান সবসময় তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সাথে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে!"

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন