আন্তর্জাতিক, ভারত, পাকিস্তান

যুক্তরাষ্ট্রের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিল পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১১ই আগস্ট ২০২৫ ০৫:১৮:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনীর সম্প্রতি যুক্তরাষ্ট্রের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি পাকিস্তান তার অস্তিত্বের সংকটে পড়ে, তবে তারা 'অর্ধেক বিশ্বকে সাথে নিয়ে ডুববে।' ফ্লোরিডার টাম্পায় এক নৈশভোজে তিনি এই মন্তব্য করেন।

পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেছেন, ভারত যদি সিন্ধু নদীর ওপর বাঁধ নির্মাণ করে, তবে পাকিস্তান ১০টি ক্ষেপণাস্ত্র মেরে সেই বাঁধ ধ্বংস করে দেবে। তিনি পেহেলগাম হামলার পর যুদ্ধে ভারতের ক্ষয়ক্ষতি না প্রকাশ করা নিয়েও সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ভারতীয়দের উচিত তাদের পরাজয় মেনে নেওয়া।’ সামরিক বাহিনীকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করার পক্ষে যুক্তি দিয়ে মুনীর বলেন, 'যুদ্ধ যেমন শুধু জেনারেলদের জন্য নয়, তেমনি রাজনীতিও শুধু রাজনীতিবিদদের জন্য নয়।'

 

এছাড়াও, তিনি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা নিয়েও কথা বলেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার পেছনে পাকিস্তানের কারণ ব্যাখ্যা করেন। মুনীর বলেন, ‘আমাদের সাফল্যের আসল কারণ হলো আমরা কৃপণ নই। কেউ ভালো কাজ করলে আমরা তাদের প্রশংসা ও তারিফ করি। এই কারণেই আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছিলাম।’

 

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন