মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কেন্দ্রস্থলে একটি লাউঞ্জের বাইরে জনতার উপর বন্দুকধারীর অতর্কিত হামলায় চারজন নিহত এবং কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এটি শহরের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বন্দুক সহিংসতার ঘটনাগুলোর মধ্যে অন্যতম।
কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত আনুমানিক ১১:টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১০টা) শহরের রিভার নর্থ এলাকার শিকাগো অ্যাভিনিউতে এই নারকীয় ঘটনা ঘটে। একটি চলন্ত গাড়ি থেকে ভিড়ে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
পুলিশ সুপারিনটেনডেন্ট ল্যারি স্নেলিং এক সংবাদ সম্মেলনে জানান, এই হামলাটি একটি কাপুরুষোচিত কাজ। Artis Restaurant and Lounge নামক একটি লাউঞ্জের বাইরে এই ঘটনাটি ঘটে। সেখানে স্থানীয় র্যাপার মেলো বাক্জ-এর একটি অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং অনুষ্ঠান শেষে অতিথিরা বাইরে জড়ো হয়েছিলেন।
পুলিশের মতে, একটি কালো রঙের গাড়ি থেকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর থেকে পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। পুলিশ এই হামলাকে একটি পরিকল্পিত আক্রমণ বলে মনে করছে, যদিও এর পেছনের কারণ এখনো স্পষ্ট নয়।
শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
তথ্যসূত্র আল জাজিরা।
ডিবিসি/এমইউএ