ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক আরোপের শর্তে দেশটির সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।
মঙ্গলবার (১৬ই জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, এই চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি কাজ করেছেন। পরে সাংবাদিকদের তিনি নিশ্চিত করেন যে, ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ১৯ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প ইন্দোনেশিয়ার পণ্যের ওপর ৩২ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। প্রসঙ্গত, গত ২রা এপ্রিল ট্রাম্প প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করলেও, তা ৯০ দিনের জন্য স্থগিত করে। এই সময়ের মধ্যে দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর সুযোগ দেওয়া হয়। এখন পর্যন্ত শুধু যুক্তরাজ্য ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে।
ডিবিসি/আরএসএল