আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত চীনের

আবু বকর

ডিবিসি নিউজ

শনিবার ৬ই আগস্ট ২০২২ ০২:৩৯:২৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে সব ধরনের সহযোগিতামূলক ও যৌথ কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে বেইজিং।

শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে, ন্যান্সি পলেোসি ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দেয় চীন।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে জলবায়ু পরিবর্তন, আন্ত সীমান্ত অপরাধ ও মাদক চোরাচালান রোধ, বন্দি বিনিময়ের মতো বেশকিছু সহযোগিতামূলক সম্পর্ক ছিল চীনের। সেগুলো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বেইজিং।

 

চীনের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ন্যান্সি পেলোসি গত ২ আগস্ট তাইওয়ান সফর করেন। এরই জেরে দুই দেশ মুখোমুখি অবস্থানে চলে যায়। এর ফলেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

এর আগে, এশিয়ার চারটি দেশ সফরের জন্য বের হন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসি। সোমবার ওয়াশিংটন থেকে সিঙ্গাপুরে আসেন। তারপরই তিনি চীনের আপত্ত সত্ত্বেও তাইওয়ান সফরে যান।

আরও পড়ুন