ওয়াশিংটন থেকে মিউনিখগামী ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইট ইঞ্জিনে সমস্যার কারণে উড্ডয়নের পরপরই ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের বিমানটি মহাবিপদের সংকেত বা 'মেইডে' কল ঘোষণা করে নিরাপদে ফিরে আসে।
গত ২৫ জুলাই ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট ১০৮ ওয়াশিংটন ডালাস বিমানবন্দর থেকে জার্মানির মিউনিখের উদ্দেশে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই, যখন বিমানটি প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় ছিল, তখন এর বাম ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এ সময় পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে 'মেইডে, মেইডে, মেইডে' সংকেত পাঠিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং জানান যে বিমানের বাম ইঞ্জিনটি বিকল হয়ে পড়েছে। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল তাৎক্ষণিকভাবে বিমানটিকে নিরাপদে অবতরণের ব্যবস্থা করে দেয়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি সন্ধ্যা ৬টা ১১ মিনিটে উড্ডয়ন করে। এরপর প্রায় দুই ঘণ্টা ধরে একটি বৃত্তাকার পথে উড়ে অবশেষে আবার ডালাস বিমানবন্দরে ফিরে আসে। মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, বিমানটি অবতরণের পর ফায়ার ও রেসকিউ দল সেটিকে পরীক্ষা করে এবং পরে গেটে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার কারণে বিমানবন্দরের অন্য কোনো ফ্লাইটের কার্যক্রমে ব্যাঘাত ঘটেনি।
ইউনাইটেড এয়ারলাইনসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানটি নিরাপদে অবতরণ করার পর যাত্রীরা স্বাভাবিকভাবেই নেমে যান। পরবর্তীতে ফ্লাইটটি বাতিল করা হয় এবং যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে তাদের গন্তব্যে পাঠানো হয়।
ডিবিসি/এফএইচআর