যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে দায়িত্ব পালনরত দমকলকর্মীদের ওপর অতর্কিত হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত আরও একজনের হাসপাতালে অস্ত্রোপচার চলছে।
যুক্তরাষ্ট্রের ফায়ারফাইটারদের শ্রমিক ইউনিয়ন, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফায়ারফাইটার্স (IAFF), এই তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে ইউনিয়নটি জানিয়েছে, "আজ আইডাহোর কোর ডালিনে (Coeur d’Alene) আগুন নেভানোর কাজে সাড়া দেওয়ার সময় আমাদের সদস্যরা এক নৃশংস সহিংস হামলায় অতর্কিত আক্রমণের শিকার হন।"
পোস্টে আরও বলা হয়, "একজন স্নাইপারের গুলিতে আমাদের দুই ভাইকে হত্যা করা হয়েছে এবং তৃতীয় আরেক ভাইয়ের অস্ত্রোপচার চলছে।"
আইএএফএফ হলো যুক্তরাষ্ট্র ও কানাডায় কর্মরত ফায়ারফাইটার এবং জরুরি চিকিৎসা কর্মীদের প্রতিনিধিত্বকারী একটি শ্রমিক ইউনিয়ন।
তথ্যসূত্র বিবিসি।
ডিবিসি/এমইউএ