যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের চাকায় আগুন লেগে যায়। এরপর জরুরি ভিত্তিতে বিমানটি থেকে ১৭৩ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। শনিবার (২৬শে জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন জ্বলছে এবং আতঙ্কিত যাত্রীরা জরুরি স্লাইড ব্যবহার করে একে একে বেরিয়ে আসছেন। পুরো এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, মায়ামীগামী ফ্লাইট নম্বর এএ-৩০২৩, একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান, এর ল্যান্ডিং গিয়ারের একটি টায়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, স্থানীয় সময় দুপুর ২:৪৫-এর দিকে ঘটনাটি ঘটে।
ডেনভার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় একজন যাত্রীকে সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে এবং আরও পাঁচজনকে ঘটনাস্থলে পর্যবেক্ষণ করা হয়।
ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট বিকেল ৫:১০-এর দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয়। এফএএ জানিয়েছে, তারা এই অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত তদন্ত করবে। আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, সকল যাত্রী ও ক্রু নিরাপদে অবতরণ করেছেন এবং বিমানটিকে সরিয়ে নিয়ে রক্ষণাবেক্ষণ দল দ্বারা পরিদর্শনের জন্য রাখা হয়েছে।
ডিবিসি/এমইউএ