আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ছাড়াল পাঁচ লাখ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে ফেব্রুয়ারি ২০২১ ০৪:২৩:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু পাঁচ লাখ ছাড়িয়েছে।

এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এমন নিষ্ঠুরতাকে ভাগ্য হিসেবে মেনে নেওয়া যাবে না। কঠিন সময় মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। 

প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডন্টে কমলা হ্যারিস হোয়াইট হাউজে মোমবাতি জ্বালানো ও  নীরবতা পালনের মাধ্যমে নিহতদের স্মরণ করেন। আগামী পাঁচ দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

মৃত্যু ও শনাক্ত দুই দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই আর কোন দেশ। রাজনৈতিক বিভেদের কারণে দেশটিতে করোনায় এতো মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি।

এদিকে সোমবার দেশটির হাউজ অফ রিপ্রেজেন্টিটিভস এর বাজেট কমিটি বাইডেনের এক দশমিক নয় বিলিয়ন ডলারের করোনা তহবিলের অনুমোদন দিয়েছে। 

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

আরও পড়ুন