আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ছোট বিমান জরুরি অবতরণ করতে গিয়ে মহাসড়কে থাকা একটি চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়েছে। সোমবার (১০ই ডিসেম্বর) ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টির ইন্টারস্টেট-৯৫ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রকাশ্যে এসেছে।

ব্রেভার্ড কাউন্টি ফায়ার রেসকিউ জানিয়েছে, বিমানটি বাধ্য হয়ে ব্যস্ত রাস্তায় জরুরি অবতরণ করার সময় একটি টয়োটা ক্যামরি গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটির ৫৭ বছর বয়সী নারী চালক সামান্য আহত হন। তাকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোল নিশ্চিত করেছে যে, বিমানটির ২৭ বছর বয়সী পাইলট এবং তার সাথে থাকা ২৭ বছর বয়সী যাত্রী অক্ষত আছেন। এই ঘটনায় তাদের কোনো ক্ষতি হয়নি।

 

কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে ঠিক কী কারণে বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়েছিল এবং এরপর সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাস্তা পরিষ্কার করার সময় ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

 

সূত্র: নিউজ ১৮, এবিসি নিউজ

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন