আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রচণ্ড ঝাঁকুনির কারণে ফ্লাইটের জরুরি অবতরণ, ২৫ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩১শে জুলাই ২০২৫ ১০:৩৭:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার হয়ে জরুরি অবতরণে বাধ্য হয়েছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন বলে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে।

ফ্লাইট ৫৬ নামের বিমানটি বুধবার (৩০শে জুলাই) বিকালে সল্ট লেক সিটি থেকে আমস্টারডামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। কিন্তু উড্ডয়নের দুই ঘণ্টার মাথায় ভয়াবহ ঝাঁকুনির শিকার হওয়ায় এটিকে মিনিয়াপোলিসের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। দুর্ঘটনা এড়াতে পরে সেটিকে মিনেসোটার সেইন্ট পল বিমানবন্দরে অবতরণ করা হয়।

 

আহতদের মধ্যে ২৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটিতে মোট ২৭৫ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য ছিলেন।

 

ডেল্টা এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত যাত্রী ও তাদের পরিবারের পাশে আছে এবং সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তথ্যমতে, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে টার্বুলেন্সের কারণে ২০৭ জন গুরুতর আহত হয়েছেন। সারা বিশ্বে প্রতি বছর প্রায় ৩৫ মিলিয়ন ফ্লাইটের মধ্যে প্রায় ৫,০০০টিতে মারাত্মক ঝাঁকুনির ঘটনা ঘটে থাকে।

 

তথ্যসূত্র: বিবিসি

ডিবিসি/এমএআর

আরও পড়ুন