আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাইলট!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২২শে অক্টোবর ২০২৫ ০৭:১৬:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ফুটবল মাঠের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় বিমানটির পাইলট বেঁচে গেছেন। এ ঘটনায় আহত মোট দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, তাদের দুজনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লং বিচ শহরের হার্টওয়েল পার্কে এই দুর্ঘটনাটি ঘটে। ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, একক ইঞ্জিন বিশিষ্ট বিমানটি ক্যালিফোর্নিয়ার মুরিয়েটার ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।
 

জানা গেলে, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে বিমানটি হার্টওয়েল পার্কের ফুটবল মাঠে আছড়ে পড়ে। লং বিচ ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার খবর পেয়েই দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা সেখান থেকে এক বয়স্ক ব্যক্তিকে (যিনি শখের পাইলট ছিলেন) উদ্ধার করে হাসপাতালে পাঠান।

 

এই বিমান দুর্ঘটনায় পার্কে উপস্থিত একজন নারীও আহত হন। তাকেও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই একাধিক সংস্থার তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার পেছনের আসল কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছে। তবে, ঠিক কী কারণে বিমানটি এভাবে বিধ্বস্ত হলো, সে বিষয়ে তদন্তকারী সংস্থাগুলো এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার, মিশিগানের একটি জঙ্গলে আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন আরোহীর মৃত্যু হয়।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন