সোমবার নিউইয়র্কের মিডটাউন ম্যানহাটনের একটি অফিস ভবনে বন্দুকধারীর গুলিতে একজন অফ-ডিউটি পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারী নিজেও রয়েছেন, যিনি আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় একজন গুরুতর আহত এবং আরও চারজন পালানোর সময় সামান্য আঘাত পেয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহত অফ-ডিউটি এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬) ছিলেন একজন বাংলাদেশী অভিবাসী এবং তিন বছরেরও বেশি সময় ধরে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক ছিলেন; তার স্ত্রী আট মাসের গর্ভবতী।
সোমবার সন্ধ্যা ৬:২৮ মিনিটের দিকে ৩৪৫ পার্ক এভিনিউতে অবস্থিত উচ্চপদস্থ অফিস ভবনে এই হামলার ঘটনা ঘটে। ভবনটিতে ব্ল্যাকস্টোন এবং এনএফএল-এর মতো বড় প্রতিষ্ঠানগুলোর কার্যালয় রয়েছে।
পুলিশ জানিয়েছে, ২৭ বছর বয়সী বন্দুকধারী শেন তামুরা একটি এম৪-স্টাইলের রাইফেল নিয়ে ভবনে প্রবেশ করেন এবং লবিতে ঢুকেই কর্মকর্তা ইসলামকে গুলি করেন। এরপর তিনি কাছাকাছি থাকা এক নারীকে গুলি করেন এবং লিফটে করে উপরের তলায় চলে যান।
তামুরা উপরের তলাগুলোতে উঠে একজন নিরাপত্তা প্রহরী এবং আরও একজন পুরুষকে গুলি করেন। এরপর তিনি ৩৩তম তলায় গিয়ে আরও একজনকে হত্যা করেন এবং অবশেষে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, তামুরা ঘটনার দিনই ক্রস-কান্ট্রি গাড়ি চালিয়ে নিউইয়র্কে এসেছিলেন। তার মানসিক স্বাস্থ্য সমস্যার ইতিহাস ছিল, এবং তদন্তকারীরা এখনও হামলার উদ্দেশ্য নির্ধারণের চেষ্টা করছেন।
ঘটনার পর পরই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এবং পুলিশ কমিশনার জেসিকা টিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং হামলাকারীকে "নিরপেক্ষ" করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
তথ্যসূত্র বিবিসি।
ডিবিসি/এমইউএ