আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রে ভারতীয় পরিবারে কলহের জেরে স্বামীর গুলিতে স্ত্রীসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি ভারতীয় পরিবারে কলহের জেরে স্বামীর গুলিতে স্ত্রীসহ মোট চারজন নিহত হয়েছেন।

এই ভয়াবহ ঘটনার সময় ঘরের ভেতরে থাকা তিনটি শিশু অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গেছে। পুলিশ অভিযুক্ত স্বামী বিজয় কুমারকে (৫১) গ্রেপ্তার করেছে। আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট ও স্থানীয় পুলিশ প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

 

ফক্স৫ আটলান্টার প্রতিবেদনে জানানো হয়েছে, গুইনেট কাউন্টি পুলিশ গত শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় ২টা ৩০ মিনিটে ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়ি থেকে জরুরি ফোনকল বা ৯১১ কল পায়। কলটি করেছিল বাড়িতে লুকিয়ে থাকা শিশুদের একজন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতর থেকে চারজন প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করে। নিহতদের প্রত্যেকের শরীরেই গুলির আঘাত ছিল এবং তারা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

 

নিহতরা হলেন অভিযুক্ত বিজয় কুমারের স্ত্রী মীমু দোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)। পুলিশ ও তদন্তকারীদের তথ্যমতে, গোলাগুলি শুরু হলে বাড়িতে উপস্থিত তিনটি শিশু প্রাণ বাঁচাতে একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। তাদের বুদ্ধিমত্তা এবং ৯১১ নম্বরে করা ফোনকলের সূত্র ধরেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয়। শিশুরা বর্তমানে নিরাপদ রয়েছে এবং পরিবারের এক সদস্য তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।

 

আটককৃত অভিযুক্ত বিজয় কুমারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে চারটি ‘ম্যালিস মার্ডার’ বা পরিকল্পিত হত্যা, চারটি ‘ফেলনি মার্ডার’ বা ফৌজদারি হত্যা, চারটি গুরুতর হামলার অভিযোগ, প্রথম ডিগ্রিতে শিশু নির্যাতনের একটি অভিযোগ এবং তৃতীয় ডিগ্রিতে শিশু নির্যাতনের দুটি অভিযোগ।

 

আটলান্টায় ভারতীয় কনস্যুলেট জেনারেল এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। এক্স (সাবেক টুইটার) এ দেওয়া এক বার্তায় তারা জানায়, পারিবারিক কলহের জেরে ঘটা এই মর্মান্তিক বন্দুক হামলার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এতে কয়েকজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহায়তা প্রদান করছি।

 

তথ্যসূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন