আন্তর্জাতিক, এশিয়া

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইয়ালাত বন্দরে নোঙর করেছে একটি মার্কিন যুদ্ধ জাহাজ।

শুক্রবার (৩০ জানুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ইয়নেট’ সেনাবাহিনীর বরাত দিয়ে নিশ্চিত করেছে। মিশর ও জর্ডান সীমান্তের সন্নিকটে আকাবা উপসাগরে অবস্থিত এই বন্দরে মার্কিন যুদ্ধজাহাজের আগমনকে ‘পূর্বপরিকল্পিত’ বলে উল্লেখ করেছে ইয়নেট।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে চলমান দ্বিপাক্ষিক সহযোগিতারই একটি অংশ। তবে, এই বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে তাৎক্ষণিক মন্তব্য চাইলে তারা কোনো জবাব দেয়নি।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন ইরানের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন, অন্যদিকে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ প্রেরণ অব্যাহত রেখেছে। এই দ্বিমুখী কৌশলের মধ্যেই ডেস্ট্রয়ারটি মোতায়েন করা হলো। নিরাপত্তার স্বার্থে অপারেশনাল বা অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশে অপারগতা জানিয়েছেন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। রয়টার্সকে তিনি জানান, সার্ভিস সদস্যদের নিরাপত্তাই বর্তমানে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

 

পেন্টাগনের প্রধান পিট হেগসেথ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্টের যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে মার্কিন সেনাবাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। ট্রাম্প ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে আসার জন্য সতর্ক করেছেন এবং অন্যথায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, আমেরিকার একটি শক্তিশালী ‘আর্মাডা’ ইরানের দিকে অগ্রসর হচ্ছে, যদিও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে এটির ব্যবহারের প্রয়োজন হবে না।

 

বিপরীতে, তেহরানও ছেড়ে কথা বলেনি। হামলার ঘটনা ঘটলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের বিরুদ্ধে তীব্র প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। এমন পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন ইসরায়েলের চিফ অফ দ্য জেনারেল স্টাফ। তিনি বলেন, সেনাবাহিনী বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত এবং ক্রমাগত তাদের সক্ষমতা উন্নত করছে। 

 

উল্লেখ্য, দুই মিত্রের মধ্যে কৌশলগত সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা গভীর করার লক্ষ্যে গত সপ্তাহেই ইসরায়েল সফর করেছিলেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

 

তথ্যসূত্র: রয়টার্স

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন