ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থন এবং হুমকির প্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামি বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, বাইরের কোনো শক্তির হুমকি ইরান মুখ বুজে সহ্য করবে না এবং শত্রুপক্ষ কোনো ভুল করলে তার পরিণাম হবে ভয়াবহ।
ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, জেনারেল হাতামি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান জাতিবিরোধী যেকোনো উস্কানিমূলক বক্তব্যকে হুমকি হিসেবে বিবেচনা করে। এর ধারাবাহিকতা চলতে থাকলে ইরান পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না।
তিনি আরও সতর্ক করে বলেন, যদি শত্রুরা কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে ইরানের এবারের প্রতিক্রিয়া গত জুনের ১২ দিনের যুদ্ধের চেয়েও অনেক বেশি শক্তিশালী ও কঠোর হবে।
উল্লেখ্য, গত বছরের জুনে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার পর উভয় পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘাত হয়েছিল।
সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চললে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তারা যদি অতীতের মতো মানুষকে হত্যা শুরু করে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের ওপর কঠিন আঘাত আসবে।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, আমরা ইরানি জনগণের স্বাধীনতা ও ন্যায়বিচারের লড়াইয়ের প্রতি সংহতি জানাই।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার এক বিবৃতিতে ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার এবং ইরানের জাতীয় সংহতি নষ্ট করার চেষ্টার অভিযোগ আনে।
তথ্যসূত্র: টিআরটি ওয়াল্ড
ডিবিসি/এমইউএ