ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, দুই দেশ একসাথে মধ্যপ্রাচ্যকে "আবার মহান করে তুলবে"। নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার সমালোচনা করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু এই মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ করা এক পোস্টে তিনি বলেন, "আবারও ধন্যবাদ, ডোনাল্ড ট্রাম্প। একসাথে, আমরা মধ্যপ্রাচ্যকে আবার মহান করে তুলবো! (Thank you again, Donald Trump. Together, we will make the Middle East Great Again!)।"
এই বক্তব্যের প্রেক্ষাপট তৈরি হয় শনিবার (২৮শে জুন) যখন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার প্রসিকিউটরদের কঠোর সমালোচনা করেন। ট্রাম্প বলেন, ওয়াশিংটন ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছে এবং এর বিনিময়ে তারা "এই ধরনের বিচার মেনে নেবে না"।
উল্লেখ্য, ২০১৯ সালে ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়। যদিও নেতানিয়াহু শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন। এই অভিযোগগুলোর ভিত্তিতে তার বিচার ২০২০ সালে শুরু হয়েছিল এবং এতে মোট তিনটি ফৌজদারি মামলা অন্তর্ভুক্ত রয়েছে।
তথ্যসূত্র আল জাজিরা।
ডিবিসি/এমইউএ