আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্র ও কেনিয়ার স্বাস্থ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

য়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও কেনিয়ার মধ্যে পাঁচ বছর মেয়াদী একটি নতুন স্বাস্থ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ট্রাম্প প্রশাসনের ঘোষিত ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’-এর অধীনে এটিই প্রথম কোনো চুক্তি। এই চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র কেনিয়াকে ১.৬ বিলিয়ন ডলার স্বাস্থ্য সহায়তা প্রদান করবে।

 

চুক্তি অনুযায়ী, মার্কিন সহায়তার বড় অংশ এখন থেকে এনজিওর পরিবর্তে সরাসরি কেনিয়া সরকারের মাধ্যমে পরিচালিত হবে এবং স্থানীয় কর্মীদের দায়িত্ব বৃদ্ধি করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই কর্মসূচির লক্ষ্য হলো এনজিও নির্ভরতা কমিয়ে অংশীদার দেশগুলোর সরকারকে শক্তিশালী করা। 

 

অপরদিকে, এই চুক্তির বিপরীতে কেনিয়া তাদের নিজস্ব স্বাস্থ্য খাতে অতিরিক্ত ৮৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন