যুক্তরাষ্ট্র নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দিলে ইউক্রেন নির্বাচন আয়োজনে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি উল্লেখ করেন, সবার সহযোগিতা পেলে আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব। এ বিষয়ে প্রয়োজনে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনারও পরামর্শ দিয়েছেন তিনি। মূলত যুক্তরাষ্ট্র ও মিত্রদের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চাওয়ার মূল কারণ হলো, নির্বাচনের সময় কিয়েভে নতুন করে রুশ হামলা প্রতিরোধ করা।
যুদ্ধ চলাকালীন নির্বাচন আয়োজন ইউক্রেনের আইনে নিষিদ্ধ হলেও, গত বছর জেলেনস্কির প্রেসিডেন্সির মেয়াদ শেষ হওয়ায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোতে ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইউক্রেন সরকার যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করে নির্বাচন এড়িয়ে যাচ্ছে।
তবে জেলেনস্কি স্পষ্ট করেছেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মানতে রাজি নয় কিয়েভ। তবুও মার্কিন চাপের মুখে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বললেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
ডিবিসি/এএমটি